'আমি সুশান্ত নই, মরলে সবাইকে ফাঁসিয়ে মরব ।' ফের বিস্ফোরক বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ (Payal Ghosh) । বছর দুয়েক আগে, পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি । সম্প্রতি, ইনস্টাগ্রামে পোস্ট করেন একটি অসমাপ্ত সুইসাইড নোট । সেই সুইসাইড নোটের ভিত্তিতেই স্থানীয় ওশিওয়ারা থানার পুলিশ তাঁর বাড়িতে পৌঁছায় । এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি টেনে আনেন সুশান্ত সিংয়ের প্রসঙ্গ । তাঁর প্রচ্ছন্ন হুমকি, মরলে সবাইকে ফাঁসিয়ে তবেই মরবেন । কাকে বা কাদের উদ্দেশে তিনি কথাগুলো বলেছেন, তা জানা যায়নি ।
অসমাপ্ত সুইসাইড নোটে কী লেখা ছিল ? অভিনেত্রী লিখেছিলেন,'আমি পায়েল ঘোষ, যদি আমি আত্মহত্যা করি, কিংবা আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে যাঁরা...' এখানেই শেষ হয়ে যায় নোটটি । এধরনের হেঁয়ালিপূর্ণ লেখা দেখে উদ্বেগ প্রকাশ করেন অনেকে । পুলিশ খোঁজ পেয়ে তাঁর বাড়ি যান । সেই বিষয়ে নিজে জানিয়েছে অভিনেত্রী । তিনি বলেন, 'ওশিওয়ারা থানার পুলিশ এসেছিল আমার খোঁজ নিতে। আমার চিকিৎসকের সঙ্গেই কথা বলেছেন । এরপরই সুশান্তের প্রসঙ্গে টেনে প্রচ্ছন্ন হুমকি দেন তিনি ।
একাধিক সিনেমায় কাজ করেছেন পায়েল ঘোষ । কিন্তু,ইন্ডাস্ট্রিতে সেভাবে পা জমাতে পারেননি তিনি । সফলতা আসেনি । দু'বছর আগে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সেইসময় বার বার শিরোনামে এসেছিলেন বঙ্গতনয়া । এবার অর্ধসমাপ্ত সুইসাইড নোট লিখে ফের চর্চায় পায়েল ঘোষ ।