প্রয়াত টলিঅভিনেত্রী সোনালী চক্রবর্তী। তাঁর মৃত্যুতে টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রীকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রীর দীর্ঘদিনের জীবনসঙ্গী শঙ্কর চক্রবর্তী। কারও সঙ্গে কথা বলার পরিস্থিতিতে নেই তিনি। বেশ কিছুক্ষণ আগে ফেসবুকে স্ত্রীর একটি ছবি পোস্ট করেন তিনি। লেখেন,'ভরা থাক স্মৃতিসুধায়'।
সোমবার ভোরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনালী চক্রবর্তী। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। চলতি বছরেই একাধিক বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অভিনেত্রীর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী জানিয়েছিলেন, পেটে ফ্লুইড জমায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।
অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টলিউডের কলাকুশলীরা। অভিনেত্রীর প্রয়াণের খবরে সোশ্যাল মিডিয়ায় শোক বিহ্বল পোস্ট করেছেন একাধিক অভিনেতা অভিনেত্রীরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। ইতিমধ্যেই শ্মশানে পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও শ্মশানে পৌঁছেছেন বাংলা বিনোদন জগতের লীনা গঙ্গোপাধ্যায়, চন্দন সেন, শৈবাল বন্দ্যোপাধ্যায়, সোহন বন্দ্যোপাধ্যায়, দিগন্ত বাগচী, সৌমিত্র মিত্র, রানা মিত্র, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়রা।