'অপরাজিতা অপু'র পর ‘পঞ্চমী’ ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরেছেন অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey), তাঁর বিপরীতে অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdip Gupta)। সম্প্রতি একটি ভিডিয়োতে দেখা গেল, হাঁটতে পারছেন না অভিনেত্রী। তাঁর ভরসা এখন হুইল চেয়ার। কিন্তু কেন? আসলে পঞ্চমীর শ্যুটিং করতে গিয়েই ঘটেছে বিপত্তি।
ধারাবাহিকের একটি দৃশ্য শ্যুটের সময় অভিনেত্রীকে নিয়ে মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ধাক্কা লাগে নায়ক রাজদীপের। তখনই রাজদীপের কোল থেকে ছিটকে পড়ে যান নায়িকা। এরপরেই কোমরে মারাত্মক চোট পান অভিনেত্রী সুস্মিতা দে। রাজদীপেরও হালকা আঘাত লাগে।
Madhabi-Sabitri: 'সোনায় সোহাগা', পর্দায় দুই সই সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়
কোমরে চোট লাগার পর বাড়িতে বিশ্রামে ছিলেন অভিনেত্রী, কিন্তু বেশি ছুটি নেওয়ার উপায় তো নেই। তাতে ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হয়ে যাবে। তাই হুইল চেয়ারকে সঙ্গী করেই শ্যুটিং-এ ফিরলেন সুস্মিতা।