সম্প্রতি বড়পর্দায় মুক্তি পেয়েছে ওপার বাংলার অভিনেতা আফরান নিশোর (Afran Nisho) প্রথম ছবি ‘সুড়ঙ্গ’, আর সেই ছবি এই মুহূর্তে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে দুই বাংলায়। এর আগে একাধিক নাটকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ছোট পরিসরেই নিজের জাত চিনিয়েছেন নিশো। এপার বাংলাও তাঁকে দুহাত বাড়িয়ে গ্রহণ করেছে। চঞ্চল চৌধুরী, জয়া আহসানরা ইতিমধ্যেই টলিউডে দাপিয়ে অভিনয় করছেন? এবার কি টলিউডে দেখা যাবে নিশোকেও?
Anirban Bhattacharya: মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ! দ্বিচারিতার অভিযোগ উঠতেই মুখ খুললেন অনির্বাণ
অভিনেতা জানান , এর আগেও কলকাতা থেকে তাঁর কাছে কাজের প্রস্তাব এসেছে। এখনও বেশ কয়েকটা আলোচনা চলছে। তবে চূড়ান্ত না হলে এখনই কিছু বলতে নারাজ নিশো। ‘কাইজার’ জানান, ‘কনস্ট্রাক্টিভভাবেই আলোচনা চলছে। আমাদের দেশেও চলছে, কলকাতাতেও চলছে। দেখা যাক কোনও সুখবর দিতে পারি কি না…।’ তবে কলকাতায় এসে যে তাঁর বেশ ভাল লেগেছে সেকথাও জানাতে ভোলেননি তিনি।
উল্লেখ্য, সাফল্যের মধ্যগগনে এই মুহূর্তে ৪০ এর নিশো।মডেলিং দিয়ে শুরু কেরিয়ার, তার পর থেকে একের পর এক নাটক। দুএকটা ওয়েব সিরিজ। ‘হিরো’ নয় অভিনেতা হয়ে থাকতে চান নিশো। মডেলরা যে অভিনয় করতে পারেন না, এই মিথ ভেঙে প্যাশনকেই পেশা বানিয়েছেন নিশো। তাঁর কথায়, ‘ এখন আর হিরোকে সুন্দর হওয়ার প্রয়োজন পড়ে না। চরিত্র হয়ে ওঠাটাই গুরুত্বপূর্ণ।