অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, শনিবার রাত থেকে তাঁর অবস্থার বেশ অবনতি হয়েছে। এরমধ্যে বেশ কয়েকবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও হাসপাতাল সূত্রে খবর। ঐন্দ্রিলার এই খবরে বেশ উদ্বিগ্ন চিকিৎসকরা। শুক্রবার থেকে তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও, শনিবার ফের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। যা চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের। যদিও এরপরেই তাঁকে 'রিভাইভ' করা সম্ভব হয়েছিল বলেই প্রাথমিক ভাবে দাবি করা হয়েছিল।
শনিবার সকালেই হাসপাতালের তরফে বলা হয়েছিল, ঐন্দ্রিলার অবস্থা সংকটজনক। ১০০ শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী। তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ইনোট্রোপেস দেওয়া হয়েছে। তাঁর শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ৫, যা সাধারণ মানুষের শরীরে থাকে ১৫। এর পরেই শনিবার ফের হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা ।
শুক্রবার সন্ধ্যায় ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি বেশ খানিকটা ভালো হয়। তারপর তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী ফেসবুকে একটি পোস্ট করেন তাঁর শারীরিক উন্নতি সম্পর্কে। এরপর শনিবার ঐন্দ্রিলার ফের হার্ট অ্যাটাকের কারণে অতি সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়। দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পরেই সব পোস্ট ডিলিট করেন সব্যসাচী। কেন পোস্ট ডিলিট করলেন, তা নিয়ে শুরু হয় জল্পনা।