'হরগৌরী পাইস হোটেল' খ্যাত ঐশানি ওরফে শুভস্মিতা এবার পসার জমালেন বড় পর্দায়। তাঁর ছবির নাম 'ঘাসজমি'। ছবিতে না আছে কোনও স্টারকাস্ট না রয়েছে টলিপাড়ার চিরচেনা কোনও মুখ। অথচ ইতিমধ্যেই এই ছবি ঝুলিতে ভরে ফেলেছে প্রায় ৮৭ টি পুরস্কার। একাধিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে পরিচালক সুমন্ত্র রায়ের ছবি 'ঘাসজমি'।
গল্পের মূলে রয়েছে দুই নারী চরিত্র। তাঁদের জীবনের গতিপথে আকাশ পাতাল তফাৎ, অথচ তারাই হয়ে উঠবেন বন্ধু। একজন গৃহবধূ এবং অন্যজন ছাত্রী। একটি ইন্টারভিউয়ের সূত্রে দুজনের আলাপ হয়। তারপর সেখান থেকেই জমাট বাঁধে অসম বয়সের বন্ধুত্ব। এরপর বদলাতে শুরু করে তাঁদের জীবন, এই নিয়েই এগোবে গল্প।
Satish Kaushik : খুন করা হয়েছে সতীশ কৌশিককে, দিল্লি পুলিশের কাছে চাঞ্চল্যকর অভিযোগ এক মহিলার
ঘাসজমি ৮৭ টি পুরস্কার ইতিমধ্যেই জিতেছে, পরিচালকের লক্ষ সংখ্যাটা ১০০ তে পৌঁছে নিয়ে যাওয়া। ছবিতে শুভস্মিতা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জিতা, শাওন চক্রবর্তী, দেবাশিস চট্টোপাধ্যায়।