২৯ তম জন্মদিনে ভক্তদের উদ্দেশে বিশেষ উপহার দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt Birthday) । আলিয়া-রণবীর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রক্ষ্মাস্ত্র’(Brahmastra)-এ নিজের ফার্স্ট লুক শেয়ার করলেন আলিয়া ।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আলিয়া ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন । ভিডিয়োয়, সিনেমাতে নিজের চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আলিয়া । শেয়ার করা ভিডিয়োর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘নিজেকে জন্মদিনের শুভেচ্ছা । ইশার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি ভাল দিন এবং একটি ভাল উপায় এছাড়া আর নেই...’।
আলিয়া ভাট ছাড়া করণ জোহরও (Karan Johar) ছবিতে আলিয়া ভাটের লুক শেয়ার করেছেন । ক্যাপশনে, আলিয়ার প্রশংসা করেছেন । তিনি জানিয়েছেন, তিনি আলিয়ার জন্য গর্বিত, আলিয়াকে নিজের ব্রহ্মাস্ত্র বলেছেন করণ । সেইসঙ্গে, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ।
আরও পড়ুন, Shah Rukh Khan : ওটিটিতে শাহরুখ খানের নতুন ধামাকা, আসছে 'এসআরকে প্লাস'
অন্যদিকে, ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherji) ক্যাপশন সহ একই পোস্ট শেয়ার করেছেন । সেইসঙ্গে আলিয়া ভাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন । তিনি লেখেন, "আলিয়া গর্ব, অনুপ্রেরণা । আমাদের ইশা - ব্রহ্মাস্ত্রের শক্তি ...।"
আলিয়া ভাট এবং রণবীর কাপুর ছাড়াও 'ব্রহ্মাস্ত্র'-এ অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুন আক্কিনেনি । অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ২০২২ সালে ৯ সেপ্টেম্বর পাঁচটি ভারতীয় ভাষা- হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড়-এ মুক্তি পাবে এই সিনেমা । 'ব্রহ্মাস্ত্র' ছাড়াও, আলিয়া ভাটকে রাজামৌলির 'আরআরআর' এবং করণ জোহরের 'রকি অর রানি কি প্রেম কাহানি-তেও দেখা যাবে ।