বৃহস্পতিবারই নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ভারসোভা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। এবার তিনি অভিযোগ করলেন, প্রভাব খাটিয়ে তাঁর কাছ থেকে সন্তানদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন নওয়াজ। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও আপলোড করেছেন আলিয়া। সেখানে কাঁদতে কাঁদতে নওয়াজউদ্দিনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করতে দেখা গিয়েছে তাঁকে।
আলিয়া সিদ্দিকির অভিযোগ, কোনওদিনই সন্তানদের কোনও দায়িত্ব নেননি নওয়াজ। সন্তানরা কীভাবে বড় হয়ে গিয়েছে, তা জানতেনই না অভিনেতা৷ এখন তিনি চেষ্টা করছেন সন্তানদের ছিনিয়ে নিতে।
Thyroid wellness : থাইরয়েডের সমস্যায় ভুগছেন ? প্রতিদিনের খাদ্যাভাসে কিছু পরিবর্তন আনলেই মিলবে উপশম
প্রসঙ্গত, কয়েকদিন আগেই আলিয়া অভিযোগ করেছিলেন নওয়াজ দ্বিতীয় সন্তানের পিতৃত্ব অস্বীকার করছেন৷ এবার তাঁর অভিযোগ, সন্তানদের ছিনিয়ে নিয়ে 'ভালো বাবা' সাজতে চাইছেন নওয়াজ।
বলিউড অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকীকে (Nawazuddin Siddiqui) নোটিস পাঠাল মুম্বই আদালত। স্ত্রী আলিয়া সিদ্দিকীর আনা নয়া অভিযোগের ভিত্তিতে এই নোটিস। অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৫০৯ এবং ৪৯৮এ ধারায় বধু নির্যাতনের (Domestic Violence) মামলা নথিভুক্ত হয়েছে।