Ananya Pandey: প্রিওয়েডিং-এও প্রেমে ছিলেন, অনন্তের বিয়েতে 'সিঙ্গল' অনন্যা পাণ্ডে...তাই কি মনমরা?

Updated : Jul 14, 2024 15:00
|
Editorji News Desk

সদা চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আম্বানি পরিবারে বিয়ের উদযাপনের সব অনুষ্ঠানে তাঁর থাকা মাস্ট। থাকছেনও। কিন্তু সব কি একরকম আছে? অনন্ত-রাধিকার প্রিওয়েডিং-এর সময়ে যেমন ছিল? নাহ, মন ভেঙেছে এই চারমাসে। আর সেই ভাঙা মন নিয়েই অনন্ত-রাধিকার বিয়ের উদযাপনে শামিল অনন্যা পাণ্ডে। 

অনন্যা পাণ্ডে-আদিত্য রয় কাপুরের প্রেমের জল্পনা ছিল বহুদিন ধরেই, নিজেরা নিজেদের লাভ লাইফ আড়ালেই রাখতেন শুরুতে। তারপর একসঙ্গে হাতে হাত রেখে ফ্যাশন শোয়ে হাঁটা, কফি উইথ করণে আদিত্যর নাম শুনে অনন্যার ব্লাশ করা সব কথা বলেই দিল। দুজনের রসায়ন মনে ধরেছিল গোটা দেশের। অনন্ত-রাধিকার প্রিওয়েডিং-এর অনুষ্ঠানে জামনগরেও একসঙ্গে ছিলেন দুজনে, সবে মাস চারেক আগের কথা। তারপর হঠাৎ-ই বিচ্ছেদের গুঞ্জন। দুজনকে আর দেখা গেল না এক্সাথে...কোত্থাও না। 

জুলাইয়ের শুরু থেকে, আম্বানি পরিবারে ডি-ডে যতই এগোতে থাকল, একের পর এক অনুষ্ঠান, হলদি, মেহেন্দি, সঙ্গীত এমন কী বিয়েতেও, অনন্যা যেন একা হয়ে গেলেন। উদযাপনে শামিল হয়েছেন, নেচেছেন, জমিয়ে হুল্লোরে মেতেছেন, কিন্তু কোথাও যেন মনের কোনে একটু বিষাদ লুকিয়ে। 

পাপারাৎজিদের সামনে পোজ দেওয়ার সময়ে তাঁকে প্রিন্সেসের মতো লেগেছে ঠিকই, কিন্তু মনমরাও কি লাগেনি? অন্যদিকে আম্বানিদের বিয়ের একটি অনুষ্ঠানে আদিত্য রয় কাপুরকে দেখা গিয়েছে, আলিয়া ভাট-রণবীর কাপুর-শাহীন ভাটেদের সঙ্গে, তবে আদিত্যও যেন কিছুটা চুপচাপ ছিলেন। 

বাস্তবের সব রূপকথায় 'হ্যাপি এন্ডিং' হয়না, তবে রূপকথাগুলো থেকে যায়। আরও অনেক কিছুর পাশাপাশি এই সত্যিটাও প্রমাণ করল আম্বানিদের 'বিগ ফ্যাট ওয়েডিং'।  

Ananya Pandey

Recommended For You

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও