আবার ফেলুদা। এবার অরিন্দম শীলের পরিচালনায়। সত্যজিৎ রায়ের গ্যাংটকে গণ্ডগোল অবলম্বনে ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ তৈরি করছেন অরিন্দম। জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন ফেলুদাকে। ফেলুদার ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু শ্যুটিংয়ের যে ছবি শেয়ার করেছেন পরিচালক, সেখানে দেখা নেই পরমব্রতর! সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়! ফেলুদাকে ছাড়াই গ্যাংটকে গণ্ডগোল! এ আবার হয় নাকি!
'সাবাশ ফেলুদা' নিয়ে পারদ কিন্তু চড়ছে। ফেলুদার ভূমিকায় পরম তো আছেনই৷ তিনি ছাড়াও এই সিরিজে তোপসের চরিত্রে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে। অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তীও। তাঁর চরিত্রের নাম শশধর বসু। নিশিকান্তের ভূমিকায় অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ। সৌরশেনী মৈত্রকে দেখা যাবে একটি মহিলা চরিত্রে। পরম এর আগে বড় পর্দায় তোপসের ভূমিকায় অভিনয় করেছেন৷ ফেলুদা হিসাবে তাঁকে দর্শক নেবেন কিনা সেটাই এখন দেখার।
কিছুদিন আগেই টোটা রায়চৌধুরীকে ফেলুদার ভূমিকায় রেখে সিরিজ তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এবার পরমব্রতই নতুন ফেলুদা। কিন্তু পরিচালক যে ছবি শেয়ার করেছেন সেখানে তিনিই বাদ!