দেব-মিঠুন অভিনীত প্রজাপতি ছবিটি নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষ্মণই নেই। সিনেমাটা কুণালের বিষয় নয়, দেবের এই মন্তব্যের প্রেক্ষিতে কুণাল বলেন দিলীপ ঘোষের মন্তব্যের পরই দেব এটা বলে দিলে কুণাল মন্তব্য করতেন না।
কুণাল ঘোষ সম্প্রতি মন্তব্য করেন ছবিতে মিঠুনের অভিনয় ফ্লপ, তাই ছবি হিট করাতে এত আলোচনা হচ্ছে। এই মন্তব্যে যথেষ্ট বিরক্তই হন তৃণমূল সাংসদ দেব। তাঁর দলের কেউ সিনেমা নিয়ে যেন মন্তব্য না করেন, সেই বার্তাও দেন তারকা। তার প্রেক্ষিতে আবার তৃণমূল মুখপাত্র বলেন, তাঁর এতটুকু ইচ্ছা ছিল না সিনেমা নিয়ে মন্তব্য করার। তিনি খুশি হতেন, যদি দিলীপ ঘোষের প্রাথমিক মন্তব্যের পরই দেব নিজের কথা জানাতেন।
দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতেই সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া চেয়েছেন বলে জানান কুণাল।
বিজেপি নেতা মিঠুন অভিনীত ছবিটি নন্দনে না আসায় এবং সেই নিয়ে দেব টুইট করার পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল ছবিটি নিয়ে।