সত্যজিৎ রায়ের সৃষ্টি আইকনিক দুই চরিত্র ফেলুদা এবং প্রফেসর শঙ্কুকে দেখা গিয়েছে বড় পর্দায়। (Satyajit Roy)। এবার সত্যজিতের জন্ম শতবর্ষে নতুন চমক। ‘তারিণী খুড়ো’ (Tarini Khuro) আসছেন বড় পর্দায়। তাও আবার বলিউডে।
পরিচালক অনন্ত মহাদেবনের হাত দিয়ে বলিউডে পাড়ি দিচ্ছে তারিণীখুড়ো ও তাঁর গল্প। জমাটি গল্প বলিয়ে ভুমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে (Paresh Rawal)।
তারিণী খুড়ো নিজের জীবনের গল্প বলেন, তবে কিনা কিছুটা রঙ চড়িয়ে, তাতে সন্দেহ নেই, সেই চরিত্রে পরেশ রাওয়ালকে কেমন মানায়, তা-ই দেখার অপেক্ষায় দর্শক।
Srijit Mukherji: ইংরেজি হরফে ফের 'w' -র একাধিক ব্যবহার, নববর্ষের শুভেচ্ছা পোস্ট সৃজিতের
সম্প্রতি কলকাতার নানা এলাকায় হয়েছে এই ছবির শুটিং। লেকমার্কেট, কুমোরটুলিতে শুটিং হয়েছে এই ছবির। পরেশ রাওয়াল ছাড়াও এই ছবিতে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে। তারিণীখুড়োর বন্ধু বঙ্কিমবাবুর ভূমিকায় দেখা যাবে রোহিত মুখোপাধ্যায়কে। অনন্ত মহাদেবনের হাতে পরেশ রাওয়াল কতটা সত্যজিতের তারিণীখুড়ো হয়ে উঠবেন সেটাই এখন দেখার।