আবারও বড় স্বীকৃতি পেলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা (Barack Obama)। এ-বার তিনি জিতে নিলেন 'এমি' (Emmy Award) পুরস্কার। ভাষ্যপাঠের জন্য এর আগেও পুরস্কার পেয়েছেন ওবামা। 'এমি' পুরস্কার তাঁর মুকুটে জুড়ল নতুন পালক।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) একটি তথ্যচিত্র রিলিজ করেছে। নাম- ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস’ (Our great national parks)। এতে কণ্ঠদান করেছেন ওবামা৷ তাঁর অসাধারণ কণ্ঠস্বর, বাচনভঙ্গি এবং উপস্থাপনায় মুগ্ধ বিশ্ব। শনিবার সেই কারণেই ‘এমি’ পুরস্কার পেলেন তিনি।
6 th September: নয় নয় করে আজ ক্যালেন্ডারে নয়-ছয়! তবে দিনটা নয়-ছয় করার নয় মোটেই
এর আগেও ওবামা দু’টি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। বাকি রয়েছে অস্কার এবং টনি অ্যাওয়ার্ড পাওয়া। সে দু'টি পেলেই ইজিওটি (এমি, গ্র্যামি, অস্কার ও টনি) ক্লাবের সদস্য হবেন তিনি। খুব বেশি লোকের এমন সৌভাগ্য হয়নি। মেল ব্রুকস, উপি গোল্ডবার্গ, অড্রে হেপবার্ন, জেনিফার হাডসনের মতো কয়েকজনেরই এমন সাফল্য আছে।
'আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস' তথ্যচিত্রটি বারাক ও মিশেল ওবামার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের তৈরি। সংস্থার নাম 'হাইয়ার গ্রাউন্ড'। এর আগে ‘দি অডাসিটি অব হোপ’ এবং ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’-এর অডিও ভার্সানের জন্য ওবামা গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন৷