বাড়ির আদুরে মেয়ে ময়ূরী (শ্বেতা মিশ্র), কিন্তু জন্ম থেকেই এক দুরারোগ্য অসুখ। ময়ূরীকে সেরে ওঠানোর জন্যই মেঘকে পৃথিবীতে নিয়ে আসা বাবা-মায়ের। সেই থেকে শুরু দুই বোনের গল্প। দিদিকে বাঁচাতে ঠিক কতোটা আত্মত্যাগ করতে পারে বোন? জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। আসছে নতুন ধারাবাহিক 'ইচ্ছেপুতুল'।
শুরুতেই বেশ ভালো টাইম স্লট পেল ইচ্ছেপুতুল। রোজ রাজ ১০ টায় জি বাংলায় দেখা যাবে ধারাবাহিকটি। বাঙালি তখন নৈশভোজের টেবিলে। অর্থাৎ গোটা পরিবারের কাছেই ঘরের মেয়ে হয়ে উঠতে পারে মেঘ-ময়ূরী।
দুই বোনের গল্প নিয়েই নতুন ধারাবাহিক, শ্বেতার বোনের চরিত্রে রয়েছেন তিতিক্ষা দাস। মৈনাক বন্দ্যোপাধ্যায় রয়েছেন অধ্যাপকের ভূমিকায় । প্রোমো বলে দিচ্ছে ত্রিকোণ প্রেমের গল্পই বলবে ইচ্ছেপুতুল।