বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় বরাবর এক-দুইয়ে থাকে 'অনুরাগের ছোঁয়া'। এবার হিন্দিতে দেখা যাবে সেই ধারাবাহিক। স্টার প্লাসে সম্প্রচারিত হবে ধারাবাহিকটি।
খুশির খবর শেয়ার করে নিয়েছেন পর্দার সূর্য মানে দিব্যজ্যোতি দত্ত। নাহ, হিন্দিতে একই চিত্রনাট্য নিয়ে ধারাবাহিক হচ্ছেনা, বরং বাংলা ধারাবাহিকেরই হিন্দি ডাবিং দেখানো হবে। স্টার প্লাসে প্রতিদিন দুপুর ৩ টেয় সূর্য দীপার জুটিকে দেখবে হিন্দির দর্শকরা।
Shahrukh Khan-Jawan: মাত্র ৪ দিনে ৪০০ কোটির ক্লাবে কিং খানের 'জওয়ান'
বাংলার মতো হিন্দিতেও তাঁদের জুটি দর্শকের মন জিতে নেয় কিনা, সেটাই দেখার।