Aditya-Ananya Break Up : দুই 'প্রাক্তন' কাছাকাছি, সেকারণেই কি আদিত্য-অনন্যার প্রেমে ভাঙন ?

Updated : May 06, 2024 17:02
|
Editorji News Desk

দো পাল কি থি, ইয়ে দিল কি দাস্তা...

বীরজারা-র গানটা এখন হয়তো তাঁদের প্লে-লিস্টে বারবার বাজছে । হয়তো মনে পড়ছে একসঙ্গে কাটানো সময়, মুহূর্তগুলো । অজান্তেই চোখ ভিজছে কিংবা বুকের বাঁ-দিকটা চিনচিন করে উঠছে । প্রেম ভেঙেছে, মন ভেঙেছে । রিলেশনশিপ স্ট্যাটাস 'কাপল' থেকে 'সিঙ্গল' । তাঁদের মনের ডিকশনারিতে জুড়েছে 'মুভ অন' শব্দটাও । কথা হচ্ছে বলিউড তারকা অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরের । এই দুই বলি তারকা এখন পেজ থ্রি-র এখন হট টপিক । বলিপাড়ায় জোর গুঞ্জন প্রেম ভেঙেছে আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে-র । আর এই খবরে সিলমোহর দিয়েছেন তাঁদেরই ঘনিষ্ঠ এক বন্ধু । আদিত্য-অনন্যার দুই বছরের সম্পর্ক এতটাই মজবুত ছিল যে, তাঁদের ব্রেক-আপের খবর অবাক করেছে দুই তারকার ঘনিষ্ঠদের । তাঁদের বিচ্ছেদটা বন্ধুমহলের কাছেও ভীষণই শকিং! 

রিলেশনশিপ কোনওদিন অফিশিয়াল করেননি আদিত্য-অনন্যা । প্রকাশ্যে প্রেম নিয়ে মুখ না খুললেও, খুল্লামখুল্লা প্রেমের জোয়ারে ভেসেছিলেন তারকাজুটি । কখনও রেস্তরাঁর বাইরে কিংবা পার্টিতে কখনও আবার বিদেশের রাস্তায় হাতে-হাত ধরা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।  দেড় মাস আগেও আম্বানিদের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল আদিত্য-অনন্যাকে । একে অপরকে চোখে হারাতেন তাঁরা । এমনকী, আদিত্যকে জামাই হিসেবে নাকি বেশ পচ্ছন্দও ছিল চাঙ্কি পান্ডের । তাহলে হঠাৎ কী হল ? মাত্র কয়েকদিনে দু'জনের মধ্যে কেন এতটা দূরত্ব তৈরি হল ? কারণটা কি তৃতীয় কোনও ব্যক্তির আগমন ? বলিপাড়ায় জোর গুঞ্জন আদিত্য-র জীবনে ফিরেছে তাঁর পুরনো প্রেম শ্রদ্ধা কাপুর । সেকারণেই নাকি একে অপরের থেকে অনেকটা দূরে সরে গিয়েছেন আদিত্য-অনন্যা ।

অনন্যার আগে আদিত্যর জীবনে এসেছে একাধিক প্রেম । বহু অভিনেত্রী সঙ্গে নাম জড়িয়েছে তাঁর ।আদিত্যর সঙ্গে একটা সময় নাম জড়িয়েছে রিয়া চক্রবর্তী, হেমা মালিনীর কন্যা অহনা দেওল থেকে শুরু করে সোনাক্ষী সিনহা, মডেল ডিভা ধাওয়ানের সঙ্গে । তবে, অনন্যার আগে সবথেকে বেশি চর্চায় ছিল শ্রদ্ধা কাপুরের সঙ্গে আদিত্যর প্রেম । 'আশিকি ২'-এ সেটে দু'জনের বন্ধুত্ব । ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়েন তাঁরা । সূত্রের খবর, বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন । কিন্তু, শেষ পর্যন্ত আর তাঁদের সম্পর্ক টেকেনি । 

অনন্যার জীবনেও আদিত্য প্রথম নয় । শাহরুখ পুত্র আরিয়ান খান থেকে কার্তিক আরিয়ান, বিজয় দেবরাকোন্ডার সঙ্গে নাম জড়িয়েছে তাঁরা । জানা গিয়েছে, আদিত্যর প্রেমে পড়ার আগে ঈশান খট্টরের সঙ্গে সম্পর্কে ছিলেন অনন্যা । আদিত্যর সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি ঈশানের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল অনন্যার । 

আদিত্য-অনন্যার মধ্যে বয়সের ফারাক প্রায় ১৩ বছর । কিন্তু, প্রেম, ভালবাসা তো আর বয়স মানে না । শুরুটা হয়েছিল করণ জোহরের বার্থডে পার্টিতে । অনন্যা 'কফি উইথ করণ'-এ এসে বলেছিলেন, আদিত্য তাঁর ক্রাশ । তার ঠিক কয়েক মাসের মধ্যেই কৃতি স্যাননের দিওয়ালি পার্টিতে ক্যামেরাবন্দী হন আদিত্য-অনন্যা ।  তারপর থেকেই প্রেমের গুঞ্জন শুরু । দু'জনের রসায়ন চোখে পড়ে ল্যাকমি ফ্যাশন উইকে । লাল-কালোর টুইনিং পোশাকে যখন ব়্যাম্পে হাঁটছিলেন আদিত্য-অনন্যা, তখন তাঁদের দেখে অনেকরই মনে হয়েছিল 'মেড ফর ইচ আদার'।

বলিউডের একাধিক পার্টিতে দুজনের ঘনিষ্ঠতা নজর কেড়েছে । মধ্যরাতেও রেস্তরাঁ থেকে একসঙ্গে বেরতে দেখা গিয়েছে আদিত্য-অনন্যাকে ।  কিংবা পতুর্গালের রাস্তায় অনন্যা-আদিত্যর একসঙ্গে কাটানোর মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । এমনকী, দিন কয়েক আগেও অনন্যার বোনের সাধের অনুষ্ঠানে দেখা গিয়েছিল আদিত্যকে । দু'জনে কিছু না বললেও, দুইয়ে দুইয়ে চার করে নিয়েছিলেন নেটিজেনরা । 

সম্প্রতি, আদিত্য-অনন্যার বিয়ে নিয়েও জল্পনা শুরু হয়েছিল । বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল, তাঁদের প্রেম পর্বে বিয়ে নামক নতুন অধ্যায় জুড়তে চলেছে । যদিও, একাধিক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন, বিয়ে নিয়ে এখন তাঁর কোনও পরিকল্পনা নেই । কিন্তু, কয়েকদিনের মধ্যেই যে সবটা ওলট-পালট হয়ে যাবে, ভাবতে পারেননি কেউ । 

দুই তারকার বন্ধুমহল সূত্রে খবর, ব্রেক-আপের পর ভেঙে পড়েছেন চাঙ্কি কন্যা । তাঁদের ব্রেক-আপের খবর সম্প্রতি প্রকাশ্যে এলেও, মার্চেই নাকি দু'জনের পথ আলাদা হয়েছিল । গত মাসে অনন্যার একটি পোস্টও ভাইরাল হয় । সেখানে অনন্যা লিখেছিলেন,'সে যদি তোমার হয় তাহলে অবশ্যই ফিরে আসবে। এ সবই শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। যদি আপনি সেটি গ্রহণ না করেন,তবে আপনি তাকে দূরে পাঠিয়ে দিতে পারেন, যদি এটি আপনার হয় তবে ফিরে আসবে। ' এটা কি তবে আদিত্য-র উদ্দেশেই লিখেছিলেন অনন্যা ? 

অনন্যার ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, মুভ অন করার চেষ্টা করছেন অভিনেত্রী । নতুন পোষ্যর সঙ্গে সময় কাটাচ্ছেন অনন্যা । অন্যদিকে, খুব পরিণতভাবেই পরিস্থিতি সামলাচ্ছে আদিত্য রায় কাপুরও । তবে, জানেন কি প্রেম নিয়ে আদিত্য-অনন্য়ার দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন । সেই ইঙ্গিত মিলেছিল কফি উইদ করণ-এর সেটে। আদিত্য রয় কাপুর বলেছেন তিনি ‘সিচুয়েশনশিপ’-এ রয়েছেন। এটি এমন সম্পর্ক যেখানে কোনও কমিটমেন্টের গল্প নেই! অনন্যার আবার আপত্তি এই ধরনের সম্পর্কে । তবুও, বিপরীত মেরুর দু'টি মানুষের মন মিলেছিল । ওই 'অপোজিট অ্যাট্রাক্স' । কিন্তু, শেষপর্যন্ত তাঁদের প্রেমও ভাঙল । 

আদিত্য-অনন্যার সম্পর্ক ভাঙনের খবর প্রকাশ্যে আসতেই মন খারাপ তাঁদের অনুরাগীদের । কেন ভাঙল,দু'জনের প্রেম ? ব্রেকআপের কারণ নিয়ে নানারকম জল্পনা বলিপাড়ায় । এক সূত্র জানাচ্ছে, দিন কয়েক আগে মধ্যরাতে শ্রদ্ধা কাপুরের ফ্ল্যাট থেকে বেরতে দেখা যায় আদিত্যকে । তারও আগে আম্বানিদের অনুষ্ঠানে অনন্যার সামনেই শ্রদ্ধাকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল আদিত্যকে । সেইসময় পাশেই দাঁড়িয়েছিলেন অনন্যা । সেই ভিডিও ভাইরালও হয় । তাহলে কি দুই প্রাক্তন ফের কাছাকাছি ? আর তার জন্যই কি আদিত্য-অনন্যার প্রেমে ভাঙন ? সবটাই অবশ্য জল্পনা । অনুরাগীরা চাইছেন, আবারও একে অপরের প্রেমে পড়ুক দু'টি মন । ঠিক আগের মতোই জমে উঠুক তাঁদের ভালবাসা ।

Ananya Pandey

Recommended For You

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও