বলিউডে ক্রিসমাস রিলিজে জোরদার টক্কর । একদিন আগে পরে মুক্তি পাচ্ছে বিগ বাজেটের দু'টি সিনেমা । ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রভাসের সালার : পার্ট ওয়ান-সিজফায়ার । আর শাহরুখের বহুল প্রত্যাশিত সিনেমা 'ডাঙ্কি'-র মুক্তির দিন ২১ ডিসেম্বর । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিং । অগ্রিম টিকিট বিক্রির লড়াইয়ে এগিয়ে রয়েছে প্রভাস নাকি শাহরুখ, দেখে নেওয়া যাক...
সাসনিক ডট কমের রিপোর্ট অনুযায়ী, অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে শুধু হিন্দিতেই 'ডানকি' মুক্তির দিন ৭.৩৬ কোটি টাকার সংগ্রহ করেছে । আর সেখানে সব ভাষায় প্রায় ৬ কোটি সংগ্রহ করেছে'সালার: পার্ট ওয়ান-সিজফায়ার' । একটি রিপোর্ট অনুযায়ী, ‘ডানকি’-এর জন্য দেশজুড়ে ৯,৬৫৮টি শো-এর জন্য ২ লাখ ৫১ হাজার ১৪৬ টি টিকিট বিক্রি হয়েছে ।
জানা গিয়েছে, সালার : পার্ট ওয়ান-সিজফায়ার মুক্তির দিন মোট ৫.৯৯ কোটি টাকা সংগ্রহ করেছে । ভারত জুড়ে ৪,৩৩৮ টি শোয়ের জন্য ২,৪৬,৭৭২ টি টিকিট বিক্রি হয়েছে । হিন্দি শোয়ের জন্য ৩৫,৯৪৬ টি টিকিট থেকে ১.১১ কোটি এবং তেলুগু শোগুলির জন্য ১,২৯,০১০ টি টিকিট বিক্রি হয়েছে । যেখান থেকে সংগ্রহ হয়েছে ৩.৫ কোটি ।