বলিউডে জোর গুঞ্জন বচ্চন পরিবার নাকি ভাঙতে বসেছে। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে দূরত্ব বেড়েছে । কিছুদিন আগে থেকে বিয়ের আংটিটা আর দেখা যাচ্ছে না জুনিয়র বচ্চনের হাতে। এবার দেখা গেল একই কাজ করলেন প্রাক্তন বিশ্বসুন্দরীও। ঐশ্বর্যর হাত থেকেও হঠাৎ উধাও তাঁদের বিয়ের আংটিটি। যে আংটি সর্বক্ষণ জ্বলজ্বল করত Aish এর হাতে, হঠাৎ তা গায়েব।
Aishwarya-Abhishek: বিয়ের আংটিটাও খুলে ফেলেছেন অভিষেক, সত্যি সত্যিই বিয়ে ভাঙছে জুনিয়র বচ্চনের?
সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য আর্চিসের’ প্রিমিয়ারে ক্যামেরা বন্দি হন রাই সুন্দরী। সেখানেই দেখা গেল ঐশ্বর্যর হাতে বিয়ের আংটি নেই। গোটা অনুষ্ঠানেই অভিষেকের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন তিনি।