বলিউডে ফের বিয়ের সানাই। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে আংটি পরিয়ে বাগদান সারলেন বিখ্যাত গায়ক তথা গীতিকার আরমান মালিক (Armaan Malik)। রূপকথায় মোড়া সেসব ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন বলিউড গায়ক। হাঁটুমুড়ে বসে বলিউডি কায়দায় প্রেমিকার আঙুলে আংটি পরিয়ে দিয়েছেন গায়ক।
Gadar 2: দ্রুততম ৪৫০ কোটির ক্লাবে 'গদর ২' , শাহরুখ, প্রভাসকে ছাপিয়ে গেলেন সানি দেওল
এইসব ছবি শেয়ার করে গায়ক লেখেন , নতুন জীবন শুরু করতে চলেছেন তাঁরা। ফ্যাশন ইন্সফ্লুয়েন্সার আশনার সঙ্গে ২০১৯ সাল থেকেই সম্পর্কে রয়েছেন দুজনে।
তাঁদের মিষ্টি মুহূর্তের এই সব ছবির কমেন্টবক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে। টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, রিয়া চক্রবর্তী সহ অনেকেই গায়ককে নতুন জীবন শুরুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন।