রণবীর-আলিয়ার (Ranbir-Alia) বিয়ের আগে তাঁদের অনুরাগীদের বিশেষ উপহার দিলেন অয়ন মুখোপাধ্যায় । নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা'(Brahmastra Poster)- এর পোস্টার শেয়ার করলেন পরিচালক । এই পোস্টার ছবি জুড়ে শুধু রণবীর আর আলিয়া । দেখলে একটা কথাই মাথায় আসবে, 'লভ ইজ ইন দ্য এয়্যার !'
পোস্টার শেয়ার করে অয়ন লিখেছেন, "ভালবাসাই আলো ! পার্ট ওয়ান : শিবা… এখন ব্রহ্মাস্ত্রের প্রথম অধ্যায়কে বলা হয় । কিন্তু দীর্ঘতম সময়ের জন্য, তা পার্ট ওয়ান : ভালবাসা । কারণ ব্রহ্মাস্ত্র হল ভালবাসার শক্তি । এ এমন এক ভালবাসা - যা আগুনের মতো ছড়িয়ে পড়ে, সিনেমার বাইরে এবং জীবনে ।"
পোস্টারে, আলিয়া এবং রণবীরকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গিয়েছে । রণবীর শিবের ভূমিকায় অভিনয় করেছেন । আর ছবিতে আলিয়া ছবিতে ইশার ভূমিকায় অভিনয় করেছেন । এই নতুন পোস্টারের ব্যাকগ্রাউন্ডে শোনা গেল অরিজিৎ সিং-এর গলা । সিনেমার গান 'কেশারিয়া'-র সামান্য আভাসও দিলেন নির্মাতারা ।
অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ব্রহ্মাস্ত্র মুক্তি পাবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে । আলিয়া ও রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুন আক্কিনেনি ।
রণবীর-আলিয়ার খুব ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখোপাধ্যায় । প্রায়ই তিনজনকে একসঙ্গে পার্টি করতে, ঘুরতে দেখা যায় । মুখার্জি পরিবারের দুর্গাপুজোতেও এসেছিলেন রণবীর-আলিয়া । তাই 'রণলিয়া'-র বিয়ের প্রায় সব অনুষ্ঠানেই অয়ন মুখোপাধ্যায় নিমন্ত্রিত । বিয়ের আগে ছোটবেলার ও বলিউডের একেবারে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ব্যাচেলার পার্টিও করবেন রণবীর-আলিয়া । আলিয়ার পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৪ এপ্রিল বিয়ে করবেন রণবীর কাপুর-আলিয়া ভাট । পঞ্জাবি রীতি মেনেই বিয়ে হবে । গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হবে ১৭ এপ্রিল মুম্বইয়ের তাজ প্যালেসে । রিসেপশন পার্টিতে থাকতে পারেন শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাডুকোণ, সঞ্জয় লীলা বনশালি, কর্ণ জোহর, অর্জুন কপূর, আদিত্য রায় কপূর, আদিত্য চোপড়া-সহ আরও অনেকে । হানিমুন ডেস্টিনেশনও ঠিক করে ফেলেছেন দুজনে । মধুচন্দ্রিমার জন্য 'রণলিয়া' বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা ।