বলিউডে (Bollywood) একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে । এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে রণবীর কাপুর-আলিয়া ভাটের 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) । বিগ বাজেটের এই ছবি প্রথম দিনই বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে । দ্বিতীয় দিন অর্থাৎ শনিবারও এই ছবির ব্যবসা (Brahmastra Box office collection) বাড়ল প্রায় ১৫ শতাংশ ।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটে জানিয়েছেন, প্রথম দিন বিশ্বজুড়ে বক্স অফিসে 'ব্রহ্মাস্ত্র' ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে । তার মধ্যে দেশে আয় হয়েছে ৩২.৫ কোটি । সেখানে দ্বিতীয় দিনে আয় বেড়ে হয়েছে ৩৮.৫ কোটি । এখনও পর্যন্ত বিশ্বজুড়ে সিনেমার বক্স অফিস আয় ১৬০ কোটি ।
সিনেমার বক্স অফিস কালেকশন দেখে অভিভূত পরিচালক অয়ন মুখোপাধ্যায় । সোশ্যাল মিডিয়ায় তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন । বক্স অফিসের নম্বর শেয়ার করে অয়ন লেখেন, 'ব্রহ্মাস্ত্র ২ দিনের বক্স অফিস। এই পৃথিবীর ভালবাসার থেকে বড় কোনও ব্রহ্মাস্ত্র নেই । আমাদের প্রত্যেক দর্শককে ধন্যবাদ ।"
মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'। সিনেমায় রণবীর-আলিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় । ক্যামিও রোলে দেখা গিয়েছে শাহরুখ খানকে ।