জল্পনার অবসান। বৃহস্পতিবার (Ranbir Alia Marriage Date Confirm) সাতপাকে বাঁধা পরতে চলেছেন রণবীর-আলিয়া (Ranbir Kapoor and Alia Bhatt)। বলিউড পাপারাৎজিদের কাছে একথা জানিয়েছেন রণবীর কাপুরের মা নীতু কাপুর ও তাঁর বোন ঋদ্ধিমা ।
জানা গিয়েছে, মুম্বইয়ে রণবীরের নিজস্ব অ্যাপার্টমেন্ট বাস্তুতে (Vastu) বিয়ের আয়োজন করা হয়েছে। বুধবার রণবীর-আলিয়ার মেহেন্দির অনুষ্ঠানও (Mehendi Ceremony) শুরু হয়েছে। এদিন সকালে, রণবীরের অ্যাপার্টমেন্টের পুজোতে উপস্থিত ছিল দুই পরিবার। উপস্থিত ছিলেন আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরাও। গত কয়েক সপ্তাহ ধরে বিয়ের তারিখ, বিয়ের ভেন্যু- এসব নিয়ে জোর আলোচনা চলছিল। তবে, এবার সামনে এল সেই মাহেন্দ্রক্ষণ।
আরও পড়ুন: ছবি,ভিডিও গোপন রাখতে রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠানে রোজ নতুন নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা
করণ জোহরের ছবি 'স্টুডেন্ট অফ দা ইয়ার'-এ বলিউডে ডেবিউ করেন । জানা গেছে, মেহেন্দি অনুষ্ঠানে প্রথম মেহেন্দি পরার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন করণ জোহর। রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে আগাগোড়াই আবেগপ্রবণ ছিলেন করণ জোহর।