কিং ফিরেছেন স্বমহিমায়। ‘পাঠান’, ‘জওয়ান’ এর পর বক্স অফিসে সুপারহিটের হ্যাট্রিক করার দৌড়ে ডাঙ্কি। অগ্রিম টিকিট বুকিং এর হিড়িক বলছে, অধকাংশ হলই হাউজফুল। আজ ডাঙ্কি মুক্তির দিন। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী শহরে আজ প্রথম শো শুরু হচ্ছে সকালে। লেক মার্কেটের মাল্টিপ্লেক্সে এই শোয়ের আয়োজন করা হয়েছে।
Dunki-Aamir Khan: সাফল্য নিশ্চিত, বন্ধুদের ছবি 'ডাঙ্কি' মুক্তির আগে ‘ব়্যাঞ্চো’ স্টাইলে শুভেচ্ছা আমিরের
এই একই চিত্র দেখা গিয়েছিল জওয়ান মুক্তির দিনেও। ভোর ৫টায় সেদিন উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। কিন্তু শীতের সকালের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, সিনেমার হার্ডির চরিত্রে দেখা যাবে শাহরুখকে, মনুর চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু । গানটি লিখেছেন স্বানন্দ কিরকিরে এবং আইপি সিং । সুর দিয়েছেন প্রীতম । কোরিওগ্রাফ করেছেন করেছেন গনেশ আচার্য ।
শাহরুখ ও তাপসী ছাড়াও সিনেমায় অভিনয় করছেন বোমান ইরানি, ভিকি কৌশলরা । রাজকুমার হিরানি পরিচালিত ও জিও স্টুডিও, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছর ২ ডিসেম্বর ।