২২ বছর বাদে আবার বড়পর্দায় মুক্তি পেয়েছে সানি দেওল (Sunny Deol) অভিনীত চরিত্র 'তারা সিং'। ২০০১ সালে রিলিজ করেছিল 'গদর: এক প্রেম কথা'। বলিউডের (Bollywood) সেই অত্যন্ত জনপ্রিয় ছবির সিক্যুয়েল বড় পর্দায় মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত ঝড় তুলেছে বক্স অফিসে। মুক্তির ১৭ দিন পরেও থামার নাম করছে না বিজয়রথ।
শাহরুখ খানের 'পাঠান' এবং প্রভাসের 'বাহুবলী 2: দ্য কনক্লুশন'-কে ছাড়িয়ে অনিল শর্মা পরিচালিত ছবিটি এখন বক্স অফিসে চালিয়ে ব্যাট করছে।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক অনুমান অনুসারে, ২৭আগস্ট ফিল্মটি ১৭ কোটি টাকা আয় করেছে এবং এর মোট অভ্যন্তরীণ আয় ৪৫৬.৯৫ কোটি হয়েছে। 'গদর ২ ' অক্ষয় কুমার অভিনীত 'ওএমজি 2'-এর সাথে ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
New Tele Serial : কনের সাজে অভিনেত্রী খেয়ালী, অপহরণ করলেন অনুভব ! 'মিলি' ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে
উল্লেখ্য, অনিল শর্মা পরিচালিত এবং বিজেপি সাংসদ সানি দেওল অভিনীত ছবি 'গদর ২-এর প্রথম দিনের অ্যাডভান্স বুকিং ছাড়িয়ে গিয়েছে শাহরুখ খান অভিনীত 'পাঠান'-কে'ও।