বলিউডে(Bollywood) তাঁর অভিষেক পরিচালক(Director) হিসাবে । বর্তমানে পরিচালকের পাশাপাশি তাঁকে মানুষ চেনে একজন প্রযোজক, অভিনেতা ও গায়ক হিসাবে । তিনি ফারহান আখতার(Farhan Akhtar) । ৪৮ বছরে পা দিলেন তিনি ।
'দিল চাহতা হ্যায়'(Dil Chahta Hai) সিনেমার পরিচালক হিসাবে বলিউডে তাঁর কেরিয়ার শুরু হয় । আর প্রথম সিনেমাই বলিউডের মাইলস্টোন সিনেমাগুলির মধ্যে জায়গা করে নেয় । আজও দর্শকদের কাছে একইরকম জনপ্রিয় এই ছবি ।
পরিচালক হিসাবে তো বটেই, সেইসঙ্গে অভিনেতা হিসাবেও বেশ প্রশংসা কুড়িয়ে নিয়েছেন ফারহান । ফারহানের কেরিয়ারের অন্যতম সেরা ছবির তালিকায় অবশ্যই থাকবে 'রক অন'(Rock On) । এই সিনেমা তৈরি না হলে ফারহানের মধ্যে লুকিয়ে থাকা গায়ক সত্তাও কোনওদিন প্রকাশ্যে আসত না । এছাড়া, 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'ভাগ মিলখা ভাগ' তাঁর কেরিয়ারের দুটি মাইলস্টোন ছবি ।
আরও পড়ুন, Happy Birthday Farah Khan : বলিউডের সফলতম কোরিওগ্রাফার ফারহা ছাপ রেখেছেন হলিউডেও
ব্যক্তিগত জীবনে প্রথম স্ত্রীর সঙ্গে অনেকদিন আগেই ডিভোর্স হয়েছে ফারহানের । বর্তমানে তাঁর বান্ধবী শিবানী দণ্ডেকর(Shibani Dandekar) । ফারহানের সঙ্গে ছুটি কাটানো হোক কিংবা পারিবারিক অনুষ্ঠান, সব কিছুতেই দেখা যায় শিবানীকে । এখন শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই সাত পাকে বাঁধা পড়তে চলেছে এই জুটি ।