'জাওয়ান' (Jawan) মুক্তি পেতে এখনও বেশ কিছু দিন বাকি। তার আগেই ভক্তদের জন্য নয়া চমক দিলেন শাহরুখ ( Shahrukh Khan)। অরিজিত সিংয়ের গাওয়া 'চলেয়া' গানে ফিরে এলেন কিং অফ রোম্যান্স। বহু পরিচিত চেনা ঢঙে ছড়িয়ে দিলেন দুই বাহু। রোমান্সও করলেন নয়নতারার সঙ্গে।
কিং খান আগেই জানিয়েছিলেন সোমবার মুক্তি পাবে 'জওয়ান' (Jawan) ছবির পরবর্তী গান। এমনকি তাঁর পোস্টে দেখা গিয়েছিল গানের কয়েকটি ঝলকও। সেই মতোই সোমবার মুক্তি পায় গানটি। অরিজিৎ সিংয়ের গলায় গাওয়া 'ইশক মে দিল বানা হ্যায়… ইশক মে দিল ফনহা হ্যায়…' গানে যেন ৯০ দশকের পুরানো রোমান্স খুঁজে পেয়েছেন অনুরাগীরা। যা এই গানের কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে।
আরও পড়ুন - শুরু হচ্ছে দাদাগিরি সিজন ১০, কবে থেকে দেখা যাবে টিভিতে?
জাওয়ান ছবির এই গানটি হিন্দি, তামিল ও তেলুগু তিন ভাষাতেই মুক্তি পেয়েছে। তিন ভাষায় এই গানের নাম যথাক্রমে 'চলেয়া', 'হায়োড্ডা' ও 'চলোনা'। এই গানে কোরিওগ্রাফি করেছেন ফারহা খান। ছবিটি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বের।