৩ বছরে পা দিলেন খুদে নবাব পুত্তুর জাহাঙ্গির আলি খান ওরফে জেহ। সইফ-করিনার ছোট ছেলের জন্মদিনে কার্যত চাঁদের হাট পতৌদিদের পার্টিতে।
খুদেকে শুভেচ্ছায় ভরিয়েছেন, মাসি করিনা কাপুর, পিসি সোহা আলি খান সহ বড় দিদি সারাও। ‘জেহ বাবা’র জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন খুদের পরিবার। এই পার্টিতে ছোট্ট রাহাকে নিয়ে উপস্থিত ছিলেন রণবীর কাপুর। ভাইয়ের জন্মদিন বলে কথা, ফুরফুরে মেজাজে ক্যামেরা বন্দি হল বড় ভাই তৈমুরও।
Editorji Exclusive: ভারতে মিস ওয়র্ল্ডের আসর, আন্তর্জাতিক মঞ্চে বাংলাতেই কথা বলবেন বরিশালের শাম্মি ইসলাম
এছাড়াও জেহ-র জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের একগুচ্ছ প্রথম সারির তারকারা। সোনাম কাপুর, মালাইকা আরোরা, নেহা ধুপিয়া, সস্ত্রীক রণধীর কাপুর সহ আরও অনেকেই।