প্রাক্তন স্ত্রী আলিয়ার সঙ্গে শর্ত সাপেক্ষে আইনি জটিলতা মেটাতে ইচ্ছুক বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এমনটাই দাবি অভিনেতার আইনজীবীর। আদালতকে জানানো হয়েছে , সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি মিললে , আদালত বন্ধুর জন্য তাঁর দাবি প্রত্যাহার করা হবে।
নওয়াজউদ্দিনের আইনজীবী প্রদীপ থোরাত জানান, অভিনেতার শিশুরা দুবাইতে তাদের স্কুল থেকে নিখোঁজ হয়েছিল, তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার পরেই হেবিয়াস কর্পাস দায়ের করা হয়েছিল।
নওয়াজউদ্দিনের বিচ্ছিন্ন স্ত্রীর পক্ষে উপস্থিত আইনজীবী শিখর খান্ডেলওয়াল বলেছেন যে আবেদনটির কোনও মানে ছিল না। কারণ যখন এটি দায়ের করা হয়েছিল তখন আলিয়া এবং দুই সন্তান অভিনেতার মায়ের মালিকানাধীন একটি বাংলোতে ছিলেন।