বলি বাদশা এবং সুলতানকে একসঙ্গে দেখার উচ্ছ্বাসে ফেটে পড়েছিল দেশের সমস্ত হল। এবার প্রকাশ্যে এল পাঠান ছবির থিম সং। এখানে শাহরুখ আর সলমনকে (Salman Khan) একত্রে শত্রুদের পিটিয়ে শায়েস্তা করার যে দৃশ্য সেটা দেখা যাচ্ছে। গানের ক্রশওভার কম্পোজ করেছেন বিশাল শেখর৷
৪ বছর পর্দায় ফিরেছেন 'পাঠান'। এন্ট্রিতেই বুঝিয়ে দিয়েছেন তিনি বলিউডের কিং খান। ছবি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। পর্দায় শাহরুখের সঙ্গে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকে৷ ক্যামিওতে 'টাইগার' রূপে এন্ট্রি নিয়েছিলেন ভাইজান সালমান খান। পাঠান এবং টাইগারের ক্রশওভার দেখা গিয়েছিল ছবিতে৷