১০০, ২০০, ৪০০, ৫০০ ! বলতে পারেন ঠিক কত কোটিতে গিয়ে শেষ করবে পাঠান। এক ভক্তের এই প্রশ্নের উত্তরে রসিক শাহরুখ খান। সোশাল মিডিয়ায় তাঁর উত্তর, ৫ হাজার কোটির ভালবাসা, ৩ হাজার কোটির প্রশংসা, ৩২৫০ কোটির আলিঙ্গন, ২ হাজার কোটি হাসি। এরপরেও গণনা চলছে ! আসলে চার বছর আগে তাঁর শেষ ছবি জিরো মুক্তির পর বক্স অফিসে কার্যত জিরোই পেয়েছিলেন তিনি। চাপ বাড়ছিল। সমালোচকরাও দাঁত-নখ দেখাতে শুরু করেছিলেন। কিন্তু পাঠান যেন শাহরুখের জীবনে অকাল বসন্ত। গত ২৫ জানুয়ারি এই ছবি মুক্তি পেয়েছে। তারপর থেকে বক্স অফিসের কোষাগার ভরেই চলেছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী এই ছবির মুক্তি ক্লিক করে গিয়েছে।
অনেক ডামাডোলের পর পাঠানের পাশে আজ প্রায় ৭০০ কোটি টাকার ব্যবসা। অনেকেই আবার এই সংখ্যাটা এক হাজার কোটি দেখতে পাচ্ছেন। তবে শাহরুখের দাবি, চার বছর পর তাঁর এই ছবিকে ভালবেসেছে গোটা। তাই প্রথম দিন থেকে মাল্টিপ্লেক্সের বেশি সিঙ্গলস স্ক্রিনে ভিড় করছেন জনতা।
মুক্তির পর ছবির নায়িকা দীপিকা পাড়ুকোণ, ছবির ভিলেন জন অ্যাব্রাহামকে নিয়ে মুম্বইয়ে প্রথম সাংবাদিক বৈঠক করেছিলেন কিং খান। সেখানেই তিনি জানিয়েছিলেন, পাঠান-টু হলে তিনি কাজ করতে রাজি।