এখনও ডিসেম্বর আসতে ঢের দেরি। এখন থেকেই ক্রিসমাসের তোড়জোড় শুরু করে দিলেন দেব (Dev)। আজ অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হয়ে গেল অভিজিৎ সেন পরিচালিত 'প্রধান' (Pradhan) ছবির শুটিং। ইতিমধ্যেই একটি ছবি পোস্ট করে শুটিংয়ের খবর নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা দেব।
শুক্রবার সকালে একটি ছবি পোস্ট করেন দেব, যেখানে দেখা যাচ্ছে খাঁকি জামা পরা একটি হাত। পকেটের উপর লেখা দীপক প্রধান। ছবিতে কারও মুখ দেখা না গেলেও ওই হাত দেখেই অনুরাগীরা ধরে নিয়েছেন এ বার পুলিশের বেশে দেখা যাবে দেবকে। চরিত্রের নাম দীপক প্রধান।
আরও পড়ুন - জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী আলিয়া-কৃতী, আর কে কে পেলেন জাতীয় পুরস্কার?
এই ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, 'যদি সব ঠিক থাকে। তা হলে সকলের সঙ্গে দেখা হচ্ছে ক্রিসমাসে। আজ থেকে শুরু হল শুটিং।' ফলে বোঝাই যাচ্ছে ২৫ ডিসেম্বর অর্থাৎ নিজের জন্মদিনের সময়েই অনুরাগীদের নতুন ছবি উপহার দিতে চলেছেন দেব।