কপূর ও আহুজা পরিবারে এখন খুশির হাওয়া । নতুন অতিথি এসেছে তাঁদের ঘরে । দাদু হয়েছে অনিল কাপুর (Anil kapoor) । মাসি হয়েছেন রিয়া কাপুর (Rhea Kapoor) । এরই মধ্যে প্রকাশ্যে এল সোনমের ছেলের ছবি । বোনপোর সঙ্গে ইতিমধ্যেই ছবি পোস্ট করেছেন রিয়া ।
রিয়া ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট (Rhea shares sonam's son's picture) করেছেন । যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেবি-কটে, নীল সোয়্যাডলিং কাপড়ে মুড়ে রাখা সদ্যোজাত । তবে, মুখ দেখাননি সদ্যোজাতের । শিশুর মুখ ঢাকা ইমোটিকনে । খুদেকে দেখতে এসেছেন নানি সুনীতা কাপুর । রিয়াও রয়েছেন সেখানে । তাঁর চোখে-মুখে মাসি হওয়ার আনন্দ । সেইসঙ্গে তাঁর চোখে জল । আনন্দে কেঁদে ফেলেছেন রিয়া । ছবির ক্যাপশনের প্রতিটা লাইনে মাসি হওয়ার আনন্দ ফুটে উঠেছে । রিয়া লিখেছেন, রিয়া মাসি একেবারেই ঠিক নেই । এত কিউট তুমি । এই মুহূর্তটা সত্যিই যেন স্বপ্নের মতো । সোনম ও আনন্দকে অনেকটা ভালবাসা জানিয়েছেন রিয়া ।
আরও পড়ুন, Miss Universe competition: ২০২৩ থেকে বিবাহিতা এবং মায়েরাও অংশ নিতে পারবেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়
শনিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী । সন্তান আসার খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সোনম ও আনন্দ । এদিকে মা হওয়ার একদিন পরেই মা হওয়া নিয়ে সোনমের এক মন্তব্য ভাইরাল হয় । বাবা-মা হওয়ার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম বলেন, ‘অগ্রাধিকার পরিবর্তন হয়। আমার ধারণা সন্তান আমার অগ্রাধিকার । সত্যি বলতে, ও এই পৃথিবীতে নিজে থেকে আসেনি । আমরা আমাদের সুখের জন্য ওদের নিয়ে এসেছি । খুবই স্বার্থপর সিদ্ধান্ত।’