বলিউডের লক্ষ্মী লাভের বছর৷ শাহরুখ খানের দুটি ছবিই কয়েকশো কোটি টাকা ঘরে তুলেছে। এবার পালা ভাইজানের৷ আসছে 'টাইগার থ্রি', এখন থেকেই অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। তবে জানা যাচ্ছে শহরের দুই নামি হলে টাইগার থ্রি দেখানো হবে না। এরমধ্যে রয়েছে দক্ষিণের নবীনা এবং উত্তরের স্টার।
যেখানে টাইগারকে দেখাতে সব হল রাজি, তখন নবীনার কর্ণধার জানান, 'হলে তো পুজোর ছবি চলছে। টাইগার সব শো দাবি করেছিল'। তাইই নবীন চৌখানি রাজি হননি। এছাড়া স্টারের কর্ণধার, জয়দীপ মুখোপাধ্যায় বললেন, ‘‘আমি তো দুটো শো দিতে রাজি ছিলাম। কিন্তু ওরা তো রাজি হচ্ছে না।" বাংলা ছবি হল থেকে তুলতে নারাজ দুই কর্ণধারই।