দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এল রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmāstra)এর ট্রেলার। পুরাণ আশ্রিত ছবি করতে চলেছেন রণবীর-আলিয়াকে (Ranbir-alia) নিয়ে, ২০১৪ সালে ঘোষণা করেছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। অবশেষে ট্রেলার মুক্তি পেল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও নাগার্জুন (Nagarjun)।
‘ব্রহ্মাস্ত্র’র শুটিং হয়েছে বেনারস থেকে বুলগেরিয়াতেও। ছবির সেটেই রণবীর-আলিয়ার অফস্ক্রিন রসায়ন জমেছে, প্রেম হয়েছে, সম্প্রতি বিয়েও করেছেন তাঁরা। ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া অভিনয় করেছেন ইশার চরিত্রে। আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় শিব। অলৌকিক ক্ষমতা রয়েছে তাঁর। আগুনে পোড়ে না তার শরীর। কিন্তু কেন? সেখানেই রহস্য।
Mithun-Mamata Shankar : ৪৬ বছর পর ফের বড়পর্দায় জুটি বাঁধছেন মমতা শংকর ও মিঠুন চক্রবর্তী
‘ব্রহ্মাস্ত্র’র তিনটি পর্বের এই প্রথম পর্বে মূলত শিবের কাহিনিই দেখানো হবে। ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে (Shah Rukh Khan)। শোনা গিয়েছে, বিজ্ঞানীর ভূমিকায় দেখা যাবে বলিউড বাদশাকে। সিনেমা হলে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।