এত বছর পর পর্দায় কামব্যাক কিং খানের। কিন্তু মুক্তির আগেই একের পর এক বাধা যেন পথ আটকাচ্ছে তাঁর। ইতিমধ্যেই পাঠান ছবির একাধিক দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। বেশ কিছু সংলাপ ও পরিবেশনের অযোগ্য বলে মনে করছে বোর্ড৷ সব মিলিয়ে মোট ১০ টি জায়গায় চলবে মেরামতি৷ 'শালীনতা' বজায় রাখতে কিছু সংলাপ, দৃশ্য কাটা হবে। তবে দীপিকার গেরুয়া বিকিনি বাদ যাবে কী না, তা নিয়ে কিছুই জানা যায়নি।
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে তালিকা। উল্লেখ্য, বেশরম গানের দৃশ্যে দীপিকাকে একটি গেরুয়া বিকিনি পরে দেখা গিয়েছে, তারপর থেকেই উঠেছে বিতর্কের ঝড়। ভারতীয় সংস্কৃতির প্রতি অবমাননা করা হয়েছে, এমন অভিযোগ তুলেছে দক্ষিণপন্থী রাজনৈতিক মহলের একাংশ। শুরু হয়েছে 'বয়কট পাঠান' প্রচারও।