এবার গেরুয়া কোপে সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি 'পথের পাঁচালী'। ‘পথের পাঁচালী’-তে দারিদ্রকে গৌরবান্বিত করা হয়েছে এমন অভিযোগ তুলে আপত্তি তোলা হয় কটকের র্যাভেনশ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র উৎসবে। তিন দিনের এই চলচ্চিত্র উৎসব শুরুর আগেই উদ্যোক্তাদের প্রেক্ষাগৃহ থেকে বের করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য বিশ্ববিদ্যালয় চত্বরে। গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ কিছু পড়ুয়ার অভিযোগ, দেবলীনা মজুমদারের ‘গে ইন্ডিয়া ম্যাট্রিমনি’ নামক চলচ্চিত্রে সমকামী-রূপান্তরকামী সম্পর্ক দেখানো হয়েছে। এছাড়া কবীরকে নিয়ে বানানো শবনম ভিরমানি পরিচালিত ‘হাদ আনহাদ’ ছবিটিও তাঁদের রোষানলে পড়েছে। একে 'বিতর্কিত' আখ্যা দিয়ে ছবিদুটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বাদ দেওয়ার দাবি জানান তাঁরা। উপায়ান্তর না দেখে আপাতত ওই দুটি ছবি বাদ দিয়েই চলচ্চিত্র উৎসব শুরু করতে চলেছেন ফিল্ম সোসাইটির সদস্যরা।
জানা গিয়েছে, সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘অপুর সংসার’-এর মতো একাধিক বিখ্যাত ছবি এবং বেশকিছু সমসাময়িক কিছু তথ্যচিত্র নিয়ে চলচ্চিত্র উৎসবটি সাজিয়েছিলেন তাঁরা। কিন্তু শুক্রবার সকালে তাঁরা যখন উৎসবের জন্য প্রেক্ষাগৃহ সাজাবার আয়োজন শুরু করতেই তাল কাটে। প্রেক্ষাগৃহের কর্মীরা এসে পড়ুয়াদের বার করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। ঘটনার কারণ জানতে চেয়ে ওই উদ্যোক্তারা উপাচার্যের কাছে গেলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। পরে উৎসব বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন উদ্যোক্তারা। শেষপর্যন্ত ওই দুটি 'বিতর্কিত' ছবি বাদ দিয়ে চলচ্চিত্র উৎসবের সম্মতি পান উদ্যোক্তারা।