ক্যালেন্ডারের পাতায় লাল কালির দাগ না থাকলেও, ২ নভেম্বর দিনটা অগণিত শাহরুখ ভক্তের মনে রেড লেটার ডে। এ বছর কিং খানের ৫৭ বছরের জন্মদিন উপলক্ষে নতুন করে দেখানো হচ্ছে শাহরুখ-কাজল অভিনীত 'দিলওয়ালে দুলহানিয়া লে'।
দিল্লি, মুম্বই, কলকাতা, কানপুর, আহমেদাবাদ, লখনউ, পুনে এবং সুরাটে ২ নভেম্বর দেখানো হবে DDLJ, শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিম। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটি হিন্দি ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছিল সেই সময়ে। সেই নস্ট্যালজিয়াই বাদশাহের জন্মদিনে শাহরুখভক্তদের উপহার দিচ্ছে পিভিআর।
Bengali Tele Serial TRP : টিআরপি তালিকায় লালন-ফুলঝুরি ম্যাজিক, অনেকটাই নম্বর কমল 'গাঁটছড়া'-র
মুম্বইয়ের মারাঠা মন্দির থিয়েটারে অবশ্য গত ২৭ বছর ধরে একটানা চলছে এই আইকনিক ছবিটি।