অভিজিৎ সেন এবং দেব- নায়ক পরিচালকদ্বয়ের এই জুটি এর আগে বক্সঅফিসে ‘টনিক’ এবং ‘প্রজাপতি’ পর পর দুটি হিট বাংলা ছবি উপহার দিয়েছে বাংলার দর্শকদের। স্বভাবতই দেবের ‘প্রধান’ নিয়েও তাই কৌতূহল তুঙ্গে ছিল সকলের। অবশেষে ডিসেম্বরের শুরুতেই সুখবর দিলেন দেব। প্রকাশ্যে দেবের কপ ইউনিভার্সের ছবি ‘প্রধান’ এর ট্রেলার।
ট্রেলারে একের পর এক চমক। কে নেই ছবিতে! মমতা শংকর, অনির্বাণ চক্রবর্তী, মিঠাই, সোহম চক্রবর্তী, দেব , জন, পরাণ বন্দ্যোপাধ্যায় সহ তাবড় তাবড় সব অভিনেতারা। দেব সোহম হাত মিলিয়ে রুখে দেবে অন্যায়, ট্রেলারে এমন ইঙ্গিতই মিলল।
ছবিতে ফুটে উঠবে এক অসহায় একজন পুলিশ অফিসারের সম্পর্ক। আগামী ২২ ডিসেম্বর বড় দিনের উপহার হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘প্রধান’