বলিউড অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকীকে (Nawazuddin Siddiqui) নোটিস পাঠাল মুম্বই আদালত। স্ত্রী আলিয়া সিদ্দিকীর আনা নয়া অভিযোগের ভিত্তিতে এই নোটিস। অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৫০৯ এবং ৪৯৮এ ধারায় বধু নির্যাতনের (Domestic Violence) মামলা নথিভুক্ত হয়েছে।
এর আগেও অভিনেতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন আলিয়া। লকডাউনের সময় একসঙ্গে থাকতে শুরু করলে ভাঙা সম্পর্ক অনেকটা জোড়া লাগে। কিন্তু ফের সমস্যা শুরু হয়েছে।
Sid-Kiara Wedding-OTT: সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের লাইভ স্ট্রিমিং? বিয়ের আদ্যপান্ত দেখা যাবে কোন OTT-তে?
টানা এক সপ্তাহ স্ত্রীয়ের উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন স্বামী নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর পরিবার। তাঁকে খেতে দেওয়া হয়নি, শুতে দেওয়া হয়নি, এমনকি স্নান করার জন্য বাথরুমে পর্যন্ত যেতে দেওয়া হয়নি,সারা বাড়িতে সিসিটিভি নজরদারি চালানো হয়েছে, বিস্ফোরক অভিযোগ করেছেন নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া সিদ্দিকির আইনজীবী।
নওয়াজ়ের মা মেহেরুন্নিসা সিদ্দিকীও একটি এফআইআর ফাইল করেছেন আলিয়ার বিরুদ্ধে। সেখানে তিনি উল্লেখ করেছেন, জোর করে নওয়াজ়দের বাড়িতে ঢুকে পড়েছেন আলিয়া। তিনি আরও একটি চাঞ্চল্যকর কথা লিখেছেন, আলিয়া নাকি নওয়াজ়ের স্ত্রীই নন।
আলিয়ার আইনজীবীর দাবি, এত কিছুর পরও তাঁর মক্কেল যাতে নওয়াজউদ্দিন বা তাঁর পরিবারের বিরুদ্ধে কোনওরকম মামলা করতে না পারে, তার সবরকম চেষ্টা করা হয়।