বলিউডের সবচেয়ে বেশি আলোচ্য কাপলদের মধ্যে একেবারে প্রথম দিকেই তাঁরা। বলছি ফারহান আখতার (Farhan Akhtar) এবং শিবানি দন্ডেকারের (Shibani Dandekar) কথা। খুব শিগগির বিয়ে করতে চলেছেন দুজনে। গুঞ্জন ছিল এমনটাই। খবর যে ভুল নয়, জানিয়ে দিলেন পাত্রের বাবা জাভেদ আখতার (Javed Akhtar)।
২১ ফেব্রুয়ারি চার হাত এক হচ্ছে। করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে বিয়ের আসরে নিমন্ত্রিতের তালিকা তেমন লম্বা হচ্ছে না। বিগত বেশ কয়েক দিন ধরেই একসঙ্গে থাকেন ফারহান এবং শিবানি। নিজেদের সোশ্যাল মিডিয়াতেও সম্পর্ক নিয়ে লুকোছাপা নেই তাঁদের। বিয়েতে আর দেরি করতে চাননা দুজনের কেউই।
ঋত্বিক রোশনের সঙ্গে রেস্তোরাঁর বাইরে এক 'রহস্যময়ী নারী'! জানেন কে ?
বিয়ের বিশেষ দিনটার জন্য দুজনেই বেছে নিয়েছেন সব্যসাচী মুখার্জির ডিজাইনার পোশাক।