২০২২, বছরটাজুড়েই বাংলা ছবিতে বলা চলে গোয়েন্দারাজ। গোটা একটা বছর একের পর এক গোয়েন্দাই চাঙ্গা করে রাখল বক্স অফিস। ওটিটি-তেও গোয়েন্দা সিরিজের বাজার গরম। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সারা বছর ধরে সাড়া ফেলল কোন গোয়েন্দারা?
ফেলুদা
বাঙালির আইকন বললেই সবচেয়ে আগে যে গোয়েন্দা চরিত্রের কথা মাথায় আসে, সেটা অবশ্যই ফেলুদা। বড় দিনে শহরে আসছে ফেলুদা, সে তো সকলেরই জানা। সন্দীপ রায়ের হত্যাপুরীতে ফেলুদার ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। কিন্তু বছরের শুরুটাও বাঙালির কিন্তু প্রদোষ মিটার কে দিয়েই হয়েছিল। সৃজিতের ওয়েব সিরিজ ফেলুদার গোয়েন্দাগিরি বেশ সাড়া ফেলেছিল।
ব্যোমকেশ
একটা গোটা বছর ঘুরে যাবে, আর সত্যান্বেষীকে নিয়ে এক্টাও- ছবি হবে না, দর্শক মেনে নেবে? অরিন্দম শিলের পরিচালনায় বেশ হিট হয়েছে 'হত্যামঞ্চ'।
Today Gold Price: পৌষের বাজারে মহার্ঘ্য হলুদ ধাতু , বুধবার ফের বাড়ল সোনার দাম
শবর
অরিন্দম শিলের পরিচালনায় এই অগাস্টে মুক্তি পেয়েছে তীরন্দাজ শবর। টানটান সাসপেন্স, শবরের বেশে শাশ্বতর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।
কাকাবাবু
বহুবছর পর বড়পর্দায় দেখা গেল কাকাবাউকে। পরিচালক সৃজিত। কাকাবাবুর ভূমিকায় আরও একবার হিট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
একেনবাবু
বিগত কয়েক বছরে বাঙ্গালির ঘরে ঘরে একেন বাবুর জনপ্রিয়তা বেড়েছে দারুণ। বাংলা নববর্ষে বড়পর্দায় প্রথম মুক্তি পেয়েছিল একেন বাবু। দার্জিলিং-এ একেন বাবুর গোয়েন্দাগিরিতে মজেছিল দর্শক। বছর শেষে হইচই-তে আসছে একেন, এবারের গোয়েন্দাগিরি খাস কলকাতায়।