গানে গানেই প্রয়াত সঙ্গিত শিল্পী কেকে-কে শ্রদ্ধা জানালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকার কবীর সুমন (Kabir Suman)।
অনুষ্ঠান করতে কলকাতায় এসেছিলেন। সেটাই যে জীবনের শেষ কনসার্ট হয়ে থাকবে, জানতেন না কেকে (KK) নিজে, জানত না তিলোত্তমাও। ঘটনাচক্রে কেকের নজরুল মঞ্চের অনুষ্ঠানের আগেই সংগীত শিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) ফেসবুক লাইভে বলা অংশ বিশেষ নিয়ে বিতর্ক তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। জনরোষের মুখে পড়েছিলেন রূপঙ্কর। শিল্পীর পাশে প্রথম থেকেই দাঁড়িয়েছিলেন কবীর সুমন (Kabir Suman)। এবার নিজের কালজয়ী সৃষ্টি দিয়েই কেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন গানওয়ালা।
কবীর সুমন রচিত জাতীয় পুরস্কার প্রাপ্ত গান, কাকতালীয় ভাবে, জাতিস্মর ছবিতে যে গান জনপ্রিয় হয়েছিল রূপঙ্করের গলায়, সেই গানেরই কথা ঈষৎ বদলে বলিউডের সদ্য প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সেই পোস্টে উল্লেখ করা হয়েছে ২০০৫ সালে গানটি তৈরির নেপথ্য কাহিনীও।
গানটি লেখার ভূমিকায় কবীর জানিয়েছেন, কেকের মৃত্যু এবং তারপর সেই সংক্রান্ত নানা বিতর্কের আবহে একটু শান্তি খুঁজতেই এ গান লেখা। এ গান প্রথমে তিনিই গাইবেন, তারপর সুর অবিকৃত রেখে যে কেউ গাইতে পারেন বলে ফেসবুক পোস্টে উল্লখ করেছেন সুমন।