বিবাহ বিচ্ছেদের পক্ষে আগেই রায় দিয়েছিল আদালত। অবশেষে ডিভোর্স সিলমোহর দিলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee)। কাঞ্চন-পিঙ্কির মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিলই। অবশেষে মুক্ত হলেন দুজনেই।
সেই সময় কাঞ্চন বিবাহবহির্ভুত সম্পর্কে রয়েছেন বলে অভিযোগ জানিয়েছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। থানা-পুলিশ অবধিও গড়িয়েছিল তাঁদের সাংসারিক অশান্তি। পিঙ্কির অভিযোগ ছিল, ‘কৃষ্ণকলি’ খ্যাত শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চনের সম্পর্ক রয়েছে। এরপর থেকে, একাধিকবার শ্রীময়ী কাঞ্চনকে একসঙ্গে দেখা গিয়েছে।
Vicky Kaushal : আহত অবস্থায় জিমে কসরত, ভিকির ভিডিও দেখে কী বলছেন ভক্তরা
জন্মদিন থেকে পুজো, শপিং, কিংবা ২১শে জুলাইয়ের মঞ্চ -কাঞ্চন শ্রীময়ীকে একসঙ্গেই দেখা যায়। অবশেষে দীর্ঘ আইনি জটিলতার পর কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ ঘটেছে গত ১০ জানুয়ারি। ডিভোর্স প্রসঙ্গে পিঙ্কি জানান, “কাজে ডুবে রয়েছি। ভালো আছি।”