এক সময় বাংলা টেলিভিশনের ধারাবাহিকের সমার্থক ছিলেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায়, কিন্তু এখন ধারাবাহিকের সংখ্যা বাড়ছে, দর্শকের পছন্দেও বদল আসছে, সব মিলিয়ে বাংলা ধারাবাহিকের চিত্রনাট্য লেখার মতো নবীন অনেকেই এসেছে, টিআরপি তালিকায় তাঁদের লেখা গল্পই ওপরের দিকে থাকছে, তাহলে কী লীনা যুগের অবসান টেলিভিশনে?
শোনা যাচ্ছে বাংলা টেলিভিশনে সাফল্য কমে আসায় হিন্দি ধারাবাহিকের জন্য গল্প লিখছে মুম্বই পাড়ি দিচ্ছেন লীনা। বাংলা ছবির হিন্দি সংস্করণ নিয়ে নয়, তেমন ধারাবাহিকও হয়েছে হিন্দিতে, তবে লীনা নাকি পাড়ি দিচ্ছেন স্বতন্ত্র গল্প নিয়েই।