শুক্রবার, সামনেই উইকেন্ড। বিনোদনের বেশ কয়েকটি ঠিকানা কিন্তু আপনার জন্য তৈরি। সিনেমা হল বা ওটিটি দুই-ই সরগরম থাকছে এ সপ্তাহে।
মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-দ্বীতিপ্রিয়া রায় ( Prasenjit Chatterjee-Dwitipriya Roy)অভিনীত ছবি 'আয় খুকু আয়' (Aye Khuku Aye)। সামনের রবিবার ফাদার্স ডে, তার আগে বাবা-মেয়ের গল্প পর্দায় দেখার লোভ সামলানো যায়? ছবি নিয়ে যথেষ্ট প্রত্যাশাও রয়েছে।
বাংলায় ফেলুদা ফিরলে নস্ট্যালজিয়া ফেরে। একাধিক গোয়েন্দার মাঝেও ফেলুদার কখনও অস্তিত্ব সংকট হয় না। আজ হইচইতে (Hoichoi) রমরমিয়ে মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) (Feludar Goyendagiri) পরিচালিত 'ফেলুদার গোয়েন্দাগিরি'। ফেলুদার চরিত্রে টোটাকে কেমন মানায়, তা দেখার জন্য মুখিয়ে বাঙালি।
অন্যদিকে একই দিনে বড় পর্দায় মুক্তি পাচ্ছে মন্দীপ সাহা পরিচালিত ছবি ইস্কাবন (Iskabon)। বহু চর্চিত এবং বিতর্কিত রাজনৈতিক ইতিহাসকে পর্দায় কতটা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন পরিচালক, সেই উত্তরও দর্শক দেবেন এই সপ্তাহান্তেই।