বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, কিংবা স্প্যানিশ নয়। আসমুদ্র হিমাচল মেতে উঠেছিল শ্রীলংকার সিংহলি ভাষার মিষ্টি একটি গানের সুরে। এবার সেই গান 'মানিকে মাগে হিথে'র ( Manike Mage Hithe) ভাইরালকন্যা ইয়োহানি ডি'সিলভা (Yohani De Silva) আসছেন কলকাতায় (Kolkata)। আগামী ১৪ ফেব্রুয়ারি শহরে আসবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর শেয়ার করেছেন তিনি।
বাংলা উচ্চারণে সোশ্যাল মিডিয়ায় ইয়োহানি লিখেছেন, 'কেমন আছো কলকাতা! আমি আসছি। দেখা হবে ১৪ ফেব্রুয়ারি। আমার প্রথম অনুষ্ঠানের জন্য আসব। আমি খুবই উৎসাহিত। আপনাদের সকলের সঙ্গে দেখা করার জন্য। দেখা হচ্ছে।'
আরও পড়ুন- 'বেশরম রং' নিয়ে উত্তাল গোটা দেশ, অবশেষে বিকিনি নিয়ে মুখ খুললেন দীপিকা
এই প্রথম নয়, এর আগেও ভারতে এসেছেন ইয়োহানি। ২০২১ সালে গুরুগ্রাম ও হায়দরাবাদে কনসার্ট করেছে। তবে, কলকাতায় আসছেন তিনি এই প্রথমবার।