একসময়ে দুজনে ছিলেন টলিউডের হিট জুটি, 'কী করে বলবো তোমায়', , 'ভিলেন' -এর মতো ছবিতে তাঁদের রসায়ন ছিল দারুণ চর্চিত। কিন্তু ২০১৮-এর পর আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি মিমি চক্রবর্তী-অঙ্কুশ হাজরাকে (Mimi Chakraborty-Ankush Hazra)। দীর্ঘ ৪ বছর পর ফের একসঙ্গে মিমি-অঙ্কুশ। দুবাইতে সেরে ফেললেন শুটও।
তবে সিনেমা নয়, দুজন দুবাই গিয়েছিলেন একটি আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়ে। মিমি-অঙ্কুশের সোশ্যাল মিডিয়া প্রোফাইল অবশ্য গত কয়েকদিন ধরে বলেই দিচ্ছিল, দুবাইতে রয়েছেন তাঁরা। এবার জানা গেল আসল কারণ। বুর্জ খলিফাকে পেছনে রেখেছবি তুলতে দেখা গিয়েছে দুজনকেই।
Adhar Card Face Authentication: এবার আধার কার্ডে ফেস অথিন্টিকেশন, নির্দিষ্ট অ্যাপে মিলবে পরিষেবা
এই প্রথম কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ হচ্ছেন দুই টলিউড তারকা। এর আগে মাস খানেক আগেই মুক্তি পেয়েছে মিমির ছবি মিনি। আর অঙ্কুশ সবে নুসরত ফারিয়ার সঙ্গে 'ভয়' ছবির শুটিং শেষ করেছেন।