শনিবার হঠাতই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ‘মহাগুরু’, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) । প্রাথমিক ভাবে জানা গিয়েছিল তাঁর ব্রেনস্ট্রোক হয়েছে। যদিও এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন অনেকেই। তবে সুপারস্টারের মেডিকেল বুলেটিনেও ব্রেন স্ট্রোকের উল্লেখই রয়েছে। তবে এই মুহূর্তে অভিনেতার অবস্থা বেশ স্থিতিশীল। হালকা খাবারও খেয়েছেন তিনি।
West Bengal Weather Update: শেষবেলার শীতে কাবু দক্ষিণবঙ্গ, সরস্বতী পুজোর আগে বৃষ্টির পূর্বাভাস ৩ জেলায়
হাসপাতাল থেকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, ৭৩ বছরের অভিনেতার ডান দিকের অঙ্গগুলি দুর্বল হয়ে পড়েছিল। প্রথমেই মিঠুনের শারীরিক পরীক্ষা ও ব্রেনের MRI করা হয়। এই মুহূর্তে তিনি স্থিতিশীল।