ওম প্রকাশ পরিচালিত 'আদিপুরুষ' নিয়ে বিতর্ক অব্যাহত । সিনেমার সংলাপ নিয়ে আপত্তি তুলেছেন দেশবাসীর একাংশ । হিন্দু দেব-দেবীদের, রামায়ণের পৌরাণিক চরিত্রগুলিকে অপমান করা হয়েছে বলে অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনগুলির । এমনকী, সংলাপ লেখক মনোজ মুনতাশির শুক্লাকে প্রাণনাশেরর হুমকিও দেওয়া হয়েছে বলে খবর । এই পরিস্থিতিতে, মুম্বই পুলিশকে নিরাপত্তার আর্জি জানান লেখক মুনতাশির । সেই আর্জি মেনেই এবার তাঁকে নিরাপত্তা দিল মুম্বই পুলিশ ।
ছবির সংলাপ পরিবর্তনের সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছেন 'আদিপুরুষ'-এর নির্মাতারা । জানা গিয়েছে, এই ছবি কিছু সংলাপ বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে হনুমানের মুখে যে সংলাপ রয়েছে তার জন্য সমালোচিত হতে হয়েছে পরিচালক ওম রাউতকে। তাই ছবিতে বেশ কিছু সংলাপের বদল করা হচ্ছে। এরজন্য নতুন করে আবার সংলাপ লিখবেন মনোজ মুন্তাশির।
মুক্তির পর থেকে প্রভাস এবং কৃতী স্যানন অভিনীত 'আদিপুরুষ' ঘিরে বিতর্ক শুরু হয়েছে । ইতিমধ্যেই কাঠমাণ্ডুতে বন্ধ হয়েছে 'আদিপুরুষ'-এর সমস্ত শো । রামায়ণের অনুসরণেই লেখা 'আদিপুরুষ' -এর গল্প। সেখানে দেখানো হয়েছে জানকি ভারতের মেয়ে, যা নিয়ে চরম আপত্তি জানিয়েছে নেপালের প্রশাসন । কিন্তু, এসব বিতর্ককে পিছনে ফেলে বক্সঅফিসে রীতিমতো ছুটছে সিনেমা । রবিবার পর্যন্ত এই সিনেমার বক্স অফিস থেকে আয় হয়েছে ২১৪ কোটি টাকা।