টানা এক সপ্তাহ তাঁর উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন স্বামী নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁকে খেতে দেওয়া হয়নি, শুতে দেওয়া হয়নি, এমনকি স্নান করার জন্য বাথরুমে পর্যন্ত যেতে দেওয়া হয়নি,সারা বাড়িতে সিসিটিভি নজরদারি চালানো হয়েছে, বিস্ফোরক অভিযোগ করলেন নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া সিদ্দিকির আইনজীবী।
তাঁর মক্কেলকে, বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যা যা করা দরকার সবটাই নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর পরিবারের লোকজন করেছেন বলে অভিযোগ রিজওয়ান সিদ্দিকির। আলিয়াকে রোজ হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রতিদিন সন্ধার পর তাঁকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে, বলে জানালেন আইনজীবী।
Tripura TMC: দেব-মিমি-নুসরত...ত্রিপুরায় তৃণমূলের প্রচারে একগুচ্ছ তারকা, শীর্ষে যদিও মমতা-অভিষেক
আলিয়ার আইনজীবীর দাবি, এত কিছুর পরও তাঁর মক্কেল যাতে নওয়াজউদ্দিন বা তাঁর পরিবারের বিরুদ্ধে কোনওরকম মামলা করতে না পারে, তার সবরকম চেষ্টা করা হয়।